Breaking

Monday, August 29, 2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ৭ নির্দেশনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে   ১ম বর্ষ ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ভর্তিচ্ছুদের ৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট ২০২২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার এর পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২ : রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিম্নে উল্লেখিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সঠিক পদ্ধতি গুলো কি কি? 

১। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)- তে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটের Admission মেন্যুতে ক্লিক করতে হবে। অথবা সরাসরি  admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে HSC ও SSC বা সমমান পরীক্ষার Roll, Board, Year প্রদান করে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। উল্লেখিত তথ্যসমূহ সঠিকভাবে প্রদান করলে যে যে ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তার তালিকা পাওয়া যাবে। যে ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক সেই ইউনিটের ফরম পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করলে সকল তথ্য সম্বলিত PDF ফরম পাওয়া যাবে। প্রাপ্ত PDF ফরমটি A4 সাইজের অফসেট কাগজে দুই কপি প্রিন্ট নিতে হবে। ফরমটি পরবর্তীতেও প্রিন্ট করা যাবে। ফরমের উপর ভর্তি ফি প্রদানের Bill Number মুদ্রিত থাকবে যা ব্যবহার করে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। ইউনিট অফিসে উপস্থিত হওয়ার পূর্বেই সংশ্লিষ্ট ফি প্রদান করতে হবে।

২। রাজশাহী বিশ্ববিদ্যালয় admission ( ভর্তি ) এর  জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিম্নলিখিত ফি (হলের ফি সহ) প্রদান করতে হবে। (ক) Unit- A ও Unit-B এর জন্য ফি ৫২০২/- টাকা। 

(খ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ( Unit-C) এর জন্য ফি ৫৩৩০/- টাকা। এই ফি মোবাইল ব্যাংকিং 

(রকেট / ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ) এর মাধ্যমে নিম্নে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে পরিশোধ করতে হবে।

Customer Account থেকে ফি প্রদান প্রক্রিয়া:

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে  ভর্তি ফি প্রদানের জন্য আপনাকে নিম্ন লিখিত নিয়ম গুলো অনুসরণ করতে হবে।

Step-1: *322# ডায়াল করতে হবে।

Step-2: ‘1. Bill Pay’ অপশন সিলেক্ট করতে হবে।

Step-3: ‘2. Other’ অপশন সিলেক্ট করতে হবে।

Step-4: ‘Enter Payer Mobile No.’ এর স্থানে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে।

Step-5: ‘0. Other’ অপশন সিলেক্ট করতে হবে।

Step-6: Enter Biller ID. এর স্থলে ‘377’ টাইপ করতে হবে।

Step-7: Enter Bill Number এর স্থানে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে।

Step-8: Enter Amount এর স্থানে স্লিপে প্রদত্ত ইউনিট অনুযায়ী সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে।

Step-9: Enter PIN এর স্থানে Customer এর ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং Account এর PIN নম্বর সতর্কতার সাথে দিতে হবে।

Step-10: Payment Confirmation SMS আসবে। তারপর এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় admission

Rajshahi University Admission : ভর্তির  জন্য নির্ধারিত সময়ে নিম্নলিখিত কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত থেকে সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে -

ক. পূরণকৃত ভর্তি ফরম এর দুই কপি প্রিন্ট (A4 সাইজ অফসেট কাগজে হতে হবে)

খ. পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র।

গ. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান-এর মূল সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) ও নম্বরপত্র।

ঘ. এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

 ভর্তি ফরম পূরণের জন্য নিম্নে লিখিত বিষয় গুলো লক্ষণীয়:

Rajshahi University২০২১-২০২২ শিক্ষাবর্ষে   ১ম বর্ষ ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ভর্তিচ্ছুরা  চলুন জেনে নেই ভর্তি ফরম পূরণের লক্ষনীয় দিক গুলো কি  কি ??

 ক. HSC ও SSC অথবা সমমান পরীক্ষার Roll Board Year সঠিকভাবে প্রদান করতে হবে।

খ. অবশ্যই রক্তের গ্রুপ (Blood Group) জানা থাকতে হবে।

গ. ভর্তির জন্য সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তির যাবতীয় প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে।

৫। কোন শিক্ষার্থীর আপন ভাই/বোনের কোন হলে আবাসিকতা থাকলে এবং সেই হলের আবাসিকতা নিতে চাইলে সকল প্রমাণসহ ২৫/১০/২০২২ তারিখের মধ্যে পরিচালক, আইসিটি সেন্টার, রাবি বরাবর দরখাস্ত করতে হবে। 

৬। শিক্ষার্থীদের (পছন্দের ক্রমের ভিত্তিতে) বিভাগ পরিবর্তন (সাবজেক্ট মাইগ্রেশন) প্রক্রিয়া সংশ্লিষ্ট ইউনিট অফিস সম্পন্ন করবে। শিক্ষার্থীর যোগাযোগ করার কোন প্রয়োজন নাই। তবে ভর্তিকৃত শিক্ষার্থী Admission পেজে Login করে - প্রাপ্ত বিভাগ দেখতে পাবে। সেই বিভাগেই থাকতে ইচ্ছুক হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাটনে ক্লিকের মাধ্যমে মাইগ্রেশনের প্রক্রিয়া বন্ধ করতে পারবে।

৭। প্রতিটি শিক্ষার্থীর সর্বশেষ নির্ধারিত বিভাগের নামসহ অন্যান্য তথ্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর (২৫/১০/২০২২ তারিখের পর) admission.ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থী তার বিভাগ কর্তৃক নির্ধারিত ফি সরাসরি বিভাগীয় অফিসে জমা দেবে। ভর্তি সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জানতে সরাসরি অনুষদ অফিসের টেলিফোনে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে:

রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট:  Unit-A (সামাজিক বিজ্ঞান অনুষদ অফিস, ২য় তলা, ডিনস কমপ্লেক্স) ০৭২১-৭১১১৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট : Unit-B (বিজনেস স্টাডিজ অনুষদ অফিস, ৩য় তলা, ডিনস কমপ্লেক্স) ০৭২১-৭১১১২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট :Unit-C(বিজ্ঞান অনুষদ অফিস, ৪র্থ তলা,ড.মুহম্মদ কুদরাত-ই-খুদা ভবন) ০৭২১-৭১১১১৫

বিশেষ শর্তাবলি:

শিক্ষার্থী প্রদত্ত তথ্যাবলি কোনো অসংগতি পরিলক্ষিত হলে ভর্তি বাতিল করা হবে। প্রকাশিত ফলাফলে ভুলত্রুটি পেলে তা সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থাকবে। ভর্তিসংক্রান্ত নানা তথ্যর জন্য ০১৭০৩–৮৯৯৯৭৩ নম্বরে শিক্ষার্থী যোগাযোগ করতে পারবেন।


No comments:

Post a Comment